kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

বয়স্ক শিক্ষার্থীরা পেলেন শুভসংঘের শিক্ষা উপকরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ অক্টোবর, ২০২১ ২০:১৬ | পড়া যাবে ১ মিনিটেবয়স্ক শিক্ষার্থীরা পেলেন শুভসংঘের শিক্ষা উপকরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শুভসংঘ পরিচালিত বয়স্ক নারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে শিলাসী বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রে এই শিক্ষা উপকরণ বিতরণ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান, পৌর কাউন্সিলার ফয়জুর রহমান জীবন, উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, যুগ্ম সম্পাদক সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক, শুভসংঘের বন্ধু কবি হারুন অর রশিদ, সাংবাদিক নজরুল ইসলাম, নারী শিক্ষা কেন্দ্রের শিক্ষক শামীমা আক্তার ও বয়স্ক নারী শিক্ষার্থীরা।

উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু তার বক্তব্যে বলেন, শুভসংঘের শুভ কাজের মধ্যে বয়স্ক নারী শিক্ষা কেন্দ্র অন্যতম। আমরা চেষ্টা করছি নিরক্ষর বয়স্ক নারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। স্বাক্ষর জ্ঞান ছাড়াও তারা যাতে লিখতে ও পড়তে পারেন সেরকম ভাবেই শিক্ষা দেওয়া হবে।সাতদিনের সেরা