kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

রাঙামাটি শুভসংঘের নতুন কমিটি

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২১ ১৬:০৭ | পড়া যাবে ১ মিনিটেরাঙামাটি শুভসংঘের নতুন কমিটি

রাঙামাটি জেলায় কালের কণ্ঠ শুভসংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) জেলা শুভসংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মং চিউ মারমাকে সভাপতি ও প্রিয়ম আইচকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমেনা আক্তার। এক বছর মেয়াদি এই কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত দাশ গুপ্ত, কোষাধ্যক্ষ রিন্টি চাকমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পন্টি সেন, নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিপা আক্তার।

এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফজলে এলাহী ও অস্থায়ী উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে বিগত কমিটির সভাপতি অসীম দাশ গুপ্তকে।

সভায় জেলা প্রতিনিধি ফজলে এলাহী তার বক্তব্যে বলেন, শুভসংঘের সাংস্কৃতিক-সৃজনশীল কর্মকাণ্ড নতুন কমিটির সদস্যদের হাত ধরে চলমান থাকবে।

কমিটি গঠন শেষে বিদায়ী সভাপতি অসীম দাশ গুপ্তকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তিনি বলেন, শুভসংঘ রাঙামাটি জেলায় একটি ইউনিক সংগঠন ছিলো। তাই নতুন কমিটির কাছে প্রত্যাশা থাকবে আরো বেশি।সাতদিনের সেরা