kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

কক্সবাজারে পর্যটকদের মাঝে শুভসংঘের মাস্ক বিতরণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার    

১৯ অক্টোবর, ২০২১ ১৯:৫৩ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে পর্যটকদের মাঝে শুভসংঘের মাস্ক বিতরণ

কক্সবাজার সাগর পাড়ে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে ঘুরতে আসা পর্যটকদের মাঝে এই মাস্ক বিতরণ করে তারা। এ সময় পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড সেনিটাইজারও দেওয়া হয়।

কর্মসূচিতে কক্সবাজার জেলা শুভসংঘের সভাপতি রাজীব দেবদাশ, সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর, সহসভাপতি আবছার উদ্দিন, নয়ন চক্রবর্তী, জয় চক্রবর্তী, দুর্জয় চক্রবর্তী, মিশু দাশ গুপ্ত, সালাহউদ্দীন, পূজা দেবদাশ, সুজয় পাল, কলি দেবদাশ, প্রিতম পাল, ইমন দে, শ্রীমান পাল, রাতুল, মিশু শর্মা, স্বপ্নীল, অন্নিলা প্রমুখ উপস্থিত ছিলেন। সাতদিনের সেরা