kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

শেখ রাসেলের জন্মদিনে বেতাগীতে শুভসংঘের বৃক্ষরোপণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০২১ ১১:২২ | পড়া যাবে ১ মিনিটেশেখ রাসেলের জন্মদিনে বেতাগীতে শুভসংঘের বৃক্ষরোপণ

বরগুনার বেতাগীতে কালের কণ্ঠর শুভসংঘের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয় আঙ্গিনার চারপাশে বৃক্ষরোপণ করা হয়। আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে এই কর্মসূচি শুরু হয়।

সকাল ৮টায় শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠর উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীর উদ্যোগে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসের পাশে নারিকেল, আম, আমলকি, পেয়ারা ও জলপাইসহ ৫০টি ফলজ বৃক্ষরোপণ করা হয়। এ সময় প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাসেম ও শুভসংঘের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খানসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপন কুমার ঢালী জানান, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন বিদ্যালয় ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপণ করা হবে।সাতদিনের সেরা