kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

বাউল সম্রাটের তিরোধান দিবস পালন বোচাগঞ্জ শুভসংঘের

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০২১ ১৯:৪৫ | পড়া যাবে ১ মিনিটেবাউল সম্রাটের তিরোধান দিবস পালন বোচাগঞ্জ শুভসংঘের

কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখা ও স্থানীয় সামাজিক সংগঠন ‘বায়ান্ন ১৬’ এর আয়োজনে বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩১তম তিরোধান দিবস পালন করা হয়েছে।

রবিবার সকাল ৯টায় উপজেলার আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম প্রাঙ্গনে সাঁইজি’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও ইভেন্ট সম্পাদক জেসিয়া জাহান (কাশফি) সঞ্চালনায় আলোচনা রাখেন- কবি পরিমল রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্যা অধিকারী, কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সৌরভ, বায়ান্ন ১৬'র সভাপতি মাহাবুব-উল-মুর্শেদ (বাঁধন),শুভসংঘের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মাহাফুজ ,কার্যকরী সদস্য আরিফুল ইসলাম, বাইজিদ আলী পিয়াস, মাহফুজ, গুরফানি জাহান বর্ষা প্রমুখ।সাতদিনের সেরা