kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

আলোকিত সমাজ গড়ার শপথ নিল শিক্ষার্থীরা

ফরিদ আল হোসাইন   

১১ অক্টোবর, ২০২১ ১৭:৫৫ | পড়া যাবে ২ মিনিটেআলোকিত সমাজ গড়ার শপথ নিল শিক্ষার্থীরা

‘স্বাস্থ্য বিধি মেনে চলি, সুরক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে শুভসংঘের আয়োজনে শপথ বাক্য পাঠ করেছে শিক্ষার্থীরা। সম্প্রতি প্রতিষ্ঠানটির মাঠে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ক এই শপথ বাক্য পাঠে অংশ নেন। 

এ সময় তারা দেশের প্রতি ভালোবাসা, জঙ্গি-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ও আলোকিত সমাজ গড়ার শপথ নেয়।

শপথ বাক্য পাঠ শেষে দশম শ্রেণির শিক্ষার্থী রায়হান কবির বলে, 'আজকে আমরা ভালো কাজ করার জন্য শপথ নিয়েছি। সব সময় এই কথা স্মরণ করে ভালো কিছু করার চেষ্টা করব।'

একই প্রতিজ্ঞার কথা জানায় রিদয় আলম নামের আরেক শিক্ষার্থী। সে বলে, আমরা স্বাস্থবিধি মানার বিষয়ে আজ আগের থেকে আরো বেশি সচেতন হতে পেরেছি। 

মাহ্দী আশরাফ বলে, শুভসংঘের মতো আমরা শুভ কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এজন্যই আজ সবাই এক সঙ্গে শপথ করেছি। 

কলেজ শাখা শুভসংঘের এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেছেন কলেজের অধ্যক্ষসহ অভিভাবকরা। তারা জানান, এই ব্যতিক্রমী কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের মধ্যে ভালো কাজ করার আগ্রহ তৈরি হবে। তাদের মানসিক বিকাশে এটি ইতিবাচক প্রভাব ফেলবে। 

শপথ বাক্যপাঠ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে করোনা প্রতিরোধে মাস্ক পরিধান করা, নিয়মিত হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা, তিন ফুট দূরত্ব নিশ্চিত করে শ্রেণি পাঠদানে অংশগ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন কলেজের অধ্যক্ষ ও শুভসংঘের কলেজ শাখার প্রধান উপদেষ্টা এম ফরিদ আল হুসাইন। তিনি শুভসংঘের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেই এই ধরনের আয়োজন করার আহ্বান জানান। 

এ সময় শুভসংঘের কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপদেষ্টামন্ডলী সকলেই উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেন।সাতদিনের সেরা