kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

বেঁচে থাকার আলো দেখছে সাইদুরের পরিবার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০২১ ১৯:১৭ | পড়া যাবে ১ মিনিটেবেঁচে থাকার আলো দেখছে সাইদুরের পরিবার

নীলফামারীর ডোমারে এক অসহায় ব্যক্তিকে সেলাই মেশিন উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা শাহিনা শবনম। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অসহায় ওই পরিবারটির সদস্যদের হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।

জানা যায়, পরিবারটির প্রধান কর্মক্ষম ব্যক্তি সাইদুর প্রধান প্রায় দুই বছর আগে গাছ থেকে পড়ে অসহায় হয়ে পড়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন। এই অবস্থায় তার পরিবার চলতে অক্ষম হয়ে পড়েছে। বিষয়টি কালের কণ্ঠের ডোমর প্রতিনিধির মাধ্যমে জানতে পেরে ইউএনও এই উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা বীরমুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, সহসাধারণ ও দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া, পারভীন সদস্য আজরা সাদিয়া বিনতে নূর ও সুমাইরা নূর।

সাইদুর প্রধান বলেন, সেলাই মেশিনটা আমার স্ত্রী চালিয়ে কিছু আয় করতে পারবে। এতে বেঁচে থাকার আলো দেখতে পাচ্ছি।

ইউএনও শাহিনা শবনম বলেন, এরকম একটা দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।সাতদিনের সেরা