kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

নবাবগঞ্জ শুভসংঘের তালবীজ রোপণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

৩ অক্টোবর, ২০২১ ১৬:১৯ | পড়া যাবে ২ মিনিটেনবাবগঞ্জ শুভসংঘের তালবীজ রোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার আয়োজনে তালবীজ রোপণ করা হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ শহরের কেন্দুয়া মালিপাড়া রাস্তার পাশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ সোম এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার শাহা, কালের কণ্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক, বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান, জেলা সভাপতি রাসেল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. সুলতান মাহমুদ, আনিছুর রহমান, মোন্নাফ হোসেন, হাসিম উদ্দিন, গণমাধ্যমকর্মী ওয়াজকুরুনি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, 'সরকারের প্রতিটি ভালো কাজে কালের কণ্ঠ শুভসংঘ অংশগ্রহণ করে। তালবীজ রোপণ, বৃক্ষরোপণ, বাল্যবিয়ে রোধসহ নানা ভালো কাজে থাকে শুভসংঘ।'

এ সময় উপজেলা সভাপতি ইসমাঈল হোসেন, সহসভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাহার নাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল তৌহিদ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, জোবায়ের আলিফ, দপ্তর কে ও মৃদুল, কোষাধ্যক্ষ সাজন আহম্মেদ, সাব্বির মাহমুদ সাকিব, হাসিবুল ইসলাম শান্ত, নাজমুল শাকিব, সাদিক মাহমুদ, সুনান আহম্মেদ রাফি, মুসাব্বির আহমেদ, বাঁধন চন্দ্র বর্মণ, আকাশ কুমার পাল, ফাহিম মোন্তাসির, ফাহিম অহমেদ, হুমায়রা লাবিব, সাদাত আহমেদ, আতিকুল্লাহ, মুনতাকা আহনাফ আলিফ, আল শাহারিয়া শাওনসহ শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা