kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

তালবীজ বপন করল বীরগঞ্জ শুভসংঘ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০২১ ২০:০৫ | পড়া যাবে ২ মিনিটেতালবীজ বপন করল বীরগঞ্জ শুভসংঘ

'বেশি করে তালবীজ বপন করি, বজ্রপাতে প্রাণহানী কমাই' এই স্লোগান নিয়ে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার মাসব্যাপী তালবীজ বপন কর্মসূচির অংশ হিসেবে কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা তালবীজ বপন করেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) বিকালে কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বীরগঞ্জ উপজেলার ৬নম্বর নিজপাড়া ইউনিয়নের নোখাপাড়ার আশ্রয়ণ-২ প্রকল্প এলাকায় ৫ শত তালবীজ বপন করে শুভসংঘের বন্ধুরা। বীরগঞ্জ উপজেলায় ১ হাজার তালবীজ বপন করবে শুভসংঘের বন্ধুরা।

তালবীজ বপন কর্মসূচিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের।

তালবীজ বপন কাজে সহযোগিতা করেন কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার কমিটির উপদেষ্টা সোহেল আহম্মেদ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, দপ্তর সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, সমাজ কল্যাণ সম্পাদক ধনদেব রায়, ক্রিড়া সম্পাদক স্বজন রায়, সাংস্কৃতিক সম্পাদক অটল রায়, কার্যকরী সদস্য প্রদীপ রায়, সাব্বির শাহ, রাসেল আহম্মেদ, রায়হান কবির, ইবনে সিফাত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, ইউপি সদস্য মো. ওবাইদুল হক, ইমরান হোসেন, লিমন ইসলাম প্রমুখ।সাতদিনের সেরা