kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

গফরগাঁওয়ে সংগঠনকে গতিশীল করতে শুভসংঘের পরামর্শ সভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৬ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে সংগঠনকে গতিশীল করতে শুভসংঘের পরামর্শ সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে সংগঠনকে গতিশীল করতে কালের কণ্ঠ শুভসংঘের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে পৌর শহরের মহিলা কলেজ এলাকায় শুভসংঘ বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, সহ সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন সাদেক, কোষাধ্যক্ষ অনীল রায়, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন কালু, মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত পৌর কাউন্সিলার পারভীন আক্তার, শুভসংঘের বন্ধু হারুন-অর-রশিদ, সাংবাদিক নজরুল ইসলাম, বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রের শিক্ষক শামীমা আক্তার প্রমুখ। সভায় বয়স্ক নারী শিক্ষা কেন্দ্র পরিচালনা, নৈশ বিদ্যালয় পুনরায় চালু করাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু তার বক্তব্যে বলেন, বয়স্ক নারী শিক্ষা কেন্দ্র পরিচালনা, নৈশ বিদ্যালয় পুনরায় চালু করাসহ শুভসংঘের মানবিক কর্মসূচিগুলো বাস্তবায়ন ও সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করতেই এই পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।  সাতদিনের সেরা