kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

ঘাটাইলে শুভসংঘের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০২১ ১৭:২৮ | পড়া যাবে ১ মিনিটেঘাটাইলে শুভসংঘের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

টাঙ্গাইলের ঘাটাইলে কালের কণ্ঠ শুভসংঘ ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে বিদ্যালয়ভিত্তিক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কালের কণ্ঠ শুভসংঘ ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা ও শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালির প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ে বিদ্যালয়ের ছাত্রীদের ধারণা দেন। বিদ্যালয়ের দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীরা সভায় উপস্থিত ছিল।

আলোচনায় অংশ নেন কালের কণ্ঠ'র ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহিম, মির্জা সেলিম, নাছিমা বেগম, মো. হুমায়ুন কবীর, আমুয়াবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল হক, অফিস সহকারী আশরাফুল ইসলাম প্রমুখ।

বিদ্যালয় কর্তৃপক্ষ শুভসংঘের পক্ষ থেকে বাল্যবিয়ে প্রতিরোধে বিদ্যালয়ভিত্তিক এ রকম সচেতনতামূলক সভার আয়োজন চলমান রাখার আহ্বান জানান।সাতদিনের সেরা