kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

'জয় বাংলা ভিলেজে' শুভসংঘের চারা বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৩৯ | পড়া যাবে ১ মিনিটে'জয় বাংলা ভিলেজে' শুভসংঘের চারা বিতরণ

'মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি' স্লোগাননকে সামনে রেখে গাছের চারা বিতরণ করেছে বোচাগঞ্জ শুভসংঘ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় 'জয় বাংলা ভিলেজ' এর আশ্রয়ণ-২ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের উপস্থিতিতে প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করে শুভসংঘের বন্ধুরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বিধান চক্রবর্তী শুভ, সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ সৌরভ, যুগ্ম সম্পাদক আজাদ আলী জাপান, সাংগঠনিক সম্পাদক আকিব উল হক, সহ সাগঠনিক সম্পাদক ইকফাত বিনতে হাবিব (তাকি), সমাজ কল্যাণ সম্পাদক বাইজিদ আলী (পিয়াস), বন ও পরিবেশ সম্পাদক মো. মাহাফুজ প্রমুখ।সাতদিনের সেরা