kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

বাতাসির দোকান আর উড়বে না বাতাসে

নাজমুল হুদা   

১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৪ | পড়া যাবে ২ মিনিটেবাতাসির দোকান আর উড়বে না বাতাসে

ঘুনে ধরা চারটি বাশের খুঁটি। তার ওপর ঠেকনা দেওয়া জরাজীর্ণ ছাউনি। নড়বড়ে খুপড়ি। একটু জোর বাতাস এলেই উড়ে যায় যায় অবস্থা। মনে হয় এই বুঝি ভেঙে পড়ল খুপড়িটি। ছাউনির বেশ কয়েক জায়গা দিয়ে ফুটো। বৃষ্টি এলেই টপ টপ করে পানি পড়ে। তার নিচে টুংটাং শব্দ করে চা বানাচ্ছেন বাতাসি বেগম। দীর্ঘদিন ধরে এই জরাজীর্ণ খুপড়িতেই চা বিক্রি করেন। দোকানের বেহালের কারণে তার বিক্রি কমেছে। আর বৃষ্টি এলে ব্যবসা করার জো থাকে না। বাতাসির টং দোকানে চা খেতে গিয়ে বিষয়টি নজরে পরে শুভসংঘের সদস্যদের। এরপর তাকে নতুন করে একটি দোকান পুনরায় নির্মাণ করে দেয় শুভসংঘের নরসিংদী জেলা শাখার বন্ধুরা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) শুভসংঘ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা মাহবুব রহমান মনিরের সহযোগিতায় অতিদরিদ্রদের স্বাবলম্বীকরণ প্রকল্প হিসাবে জেলার মধাবদী পৌরসভার হোসাইনবাজারে চায়ের দোকানটি পুনরায় নির্মাণ করে দেওয়া হয়। এ সময় শুভসংঘের মাধবদী শাখার সদস্য সাউদ ইসলাম মামুন ও সুমাইয়া সুমিসহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন।

নতুন দোকান পেয়ে বাতাসির যেন আনন্দের শেষ নেই। তিনি বলেন, 'কত বছর ধইরা ভাঙা দোকানে চা বেচি। বৃষ্টি আইলে কাস্টমার দাঁড়াইতে পারে না। অন্য দোকানে চলে যায়। আমার বেচতে পারি না।' দুঃখের কথা জানিয়েছেন বাতাসি বেগম। সাত বছর আগে স্বামীকে হারিয়েছেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। তারা দেখভাল করতে পারেন না। দুটি ছেলেও আছে তার। রিকশা চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালান। তাদের কাছে দোকান মেরামতের জন্য টাকাও চেয়েছেন বাতাসি। কিন্তু ছেলেদের টানাপড়েনের সংসারের কারণে সহায়তা করতে পারেনি তারা। 

শুভসংঘের মাধ্যমে নতুন দোকান পেয়ে বাতাসি বলেন, 'পোলারে কইছিলাম টাকা দিতে দোকান ঠিক করমু। তাগোই নাকি সংসার চলে না আমারে দিব কি। তোমরা আমারে নতুন দোকান করে দিছো বাবা। আমি খুব খুশি হইছি। তোমরা সবাই ভালো থাকবা।'

বাতাসির মতো অতিদরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে শুভসংঘ ভবিষ্যতেও এমন উদ্যোগ নেবে উল্লেখ মাহবুব রহমান বলেন, আমরা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। শুভসংঘের সঙ্গে শুভ কাজ করাই আমাদের উদ্দেশ্য। আমাদের সাধ্যের মধ্যে কর্মহীনদের জন্য কিছু করতে পারলে তারা সুন্দর জীবন পরিচালনা করতে পারবে।সাতদিনের সেরা