kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শুভসংঘ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি    

১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৩ | পড়া যাবে ২ মিনিটেচাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শুভসংঘ

পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো শুভসংঘ। এছাড়াও একই দিনে উপজেলার কাতুলী গ্রামে চুরির ঘটনায় সর্বস্ব হারানো বৃদ্ধাকে খাদ্য সহযোগিতাও দেওয়া হয়। গত বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামে দিনমজুর রনজু প্রামানিকের বাড়িতে আগুন লেগে দু’টি বসতঘর, একটি গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা প্রায় ৫০ মণ ধান, দু’টি ছাগল, একটি গরু, বেশকিছু হাঁস-মুরগী, কাপড়চোপরসহ আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। পড়নের কাপড় ছাড়া তাদের কিছুই আর অবশিষ্ট নেই। অন্যের ঘরে থাকা খাওয়া চলছে তাদের।

তাদের দুর্দশার কথা জানতে পেরে শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি আহমেদ উল হক রানার নির্দেশনায় পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় কালের কণ্ঠ শুভসংঘ চাটমোহর উপজেলা শাখা। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শুভসংঘের সদস্যরা ক্ষতিগ্রস্ত রনজু প্রামানিকের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে নগদ অর্থসহ খাদ্য সহায়তা তুলে দেন।

এ সময় শুভসংঘ চাটমোহর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, উপদেষ্টা শাহীন রহমান, সভাপতি মেহেদী হাসান সুজন, সাধারণ সম্পাদক আদর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আফরিন মৌ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সজীব, কোষাধক্ষ্য জুয়েল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান মুন্না, সহ তথ্য সম্পাদক শাহিন আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য শেখ জাবের আল শিহাব, সারজিল হাসান মানিক, আব্দুস সালাম, আজিজুল ইসলাম, মানিক চাঁদ, কালাম হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে, গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামের বয়োবৃদ্ধা অসহায় রওশন আরার ঘর থেকে খাবার চাল সহ সকল আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোর। শুভসংঘের সদস্যরা জানতে পেরে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বৃদ্ধা রওশন আরাকেও খাদ্য সহায়তা পৌঁছে দেন।সাতদিনের সেরা