kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

নওগাঁয় সড়কে রং দিয়ে গতিরোধক চিহ্ন আঁকলেন শুভসংঘের বন্ধুরা

নওগাঁ প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৫ | পড়া যাবে ২ মিনিটেনওগাঁয় সড়কে রং দিয়ে গতিরোধক চিহ্ন আঁকলেন শুভসংঘের বন্ধুরা

হাতে রং-তুলি নিয়ে সড়কের গতিরোধককে দৃষ্টির আওতায় আনতে দিরভর পরিশ্রম করলেন নওগাঁর কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা। নওগাঁ শহরের নওগাঁ সরকারি কলেজের মোড় থেকে শুরু করে উকিল পাড়া হয়ে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রতিটি গতিরোধক সাদা রং দিয়ে দৃষ্টির আওতায় আনা হয়েছে।

আজ সোমবার সকালে এই কাজের উদ্বোধন করেন নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) প্রফেসর শরিফুল ইসলাম খান। শহরের এই সড়কটিতে অনেক গুলো গতিরোধক আছে। গতিরোধক গুলো যান-বাহন চালকদের দৃষ্টি গোচরে আসছিল না। এতে প্রায় মারাত্মক ঝাকুনি ও দুর্ঘটনার পড়তো যান-বাহনগুলো।

গতিরোধক চিহ্নিতকরণ কাজে অংশগ্রহণ করেন শুভসংঘ নওগাঁ জেলা কমিটির সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মাহির ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, যুগ্ম সম্পাদক আতিক শাহরিয়ার শুভ্র, সাংগঠনিক সম্পাদক হাসিব চৌধুরী, প্রচার সম্পাদক রাকিবুল হাসান, অর্থ সম্পাদক আলি আকবর, যুগ্ম দপ্তর সম্পাদক ঋতু সাহা, সদস্য অমিত, শয়ন, মুন্না, রবিউল, সাজু, তাজ, নওগাঁ পত্নিতলা উপজেলার কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি এ জেড মিজানসহ প্রমুখ বন্ধুরা।সাতদিনের সেরা