kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে বোচাগঞ্জে শুভসংঘের আলোচনাসভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২৭ আগস্ট, ২০২১ ১৮:২৩ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে বোচাগঞ্জে শুভসংঘের আলোচনাসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকী ও বিদ্রোহী কবিতা রচনার ১০০ বছর পূর্তি উপলক্ষে কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টায় আব্দুর রৌফ চোধুরী অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা  হয়।

আলোচনাসভায় কালের কণ্ঠ শুভসংঘের বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে ও জেসিয়া জামান কাশফি সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আব্দুস সবুর, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমউদ্দীন শাহ্, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ।

আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করেন কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সৌরভ, যুগ্ম সম্পাদক আজাদ আলী জাপান, সাংগঠনিক সম্পাদক আকিব উল হক, ইভেন্ট সম্পাদক তৃষ্ণা রানী দাস, কার্যকরী সদস্য বাঁধন, সায়মা, মাহফুজ, গুরফানি জাহান বর্ষা প্রমুখ।সাতদিনের সেরা