kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

শুভসংঘ নওগাঁ জেলা কমিটি পুনর্গঠন

নওগাঁ প্রতিনিধি   

২৩ আগস্ট, ২০২১ ১২:৩২ | পড়া যাবে ১ মিনিটেশুভসংঘ নওগাঁ জেলা কমিটি পুনর্গঠন

সভাপতি সাব্বির ও সাধারন সম্পাদক মাহির।

নওগাঁয় কালের কণ্ঠ শুভসংঘের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে নওগাঁ জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। মহামারি করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে সোমবার (২৩ আগস্ট) ভার্চুয়ালি সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠিত হয়।

জেলার বিভিন্ন স্থান থেকে শুভসংঘের বন্ধুরা ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করে নিজেদের মতামত তুলে করেন। সভায় সভাপত্বি করেন শুভসংঘ নওগাঁ জেলা কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মহিবুল্লাহ্ পলক।

সর্বসম্মতিক্রমে সাব্বির হোসেনকে সভাপতি ও মাহির ফয়সালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

সভার সভাপতি মহিবুল্লাহ পলক তার বক্তব্যে বলেন, শুভ কাজে সবার পাশে এই স্লোগানকে সামনে নিয়ে বিগত দিনে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। প্রত্যাশা করি আগামীতেও আমাদের কার্যক্রমকে নবগঠিত কমিটি এগিয়ে নিয়ে যাবে।সাতদিনের সেরা