kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

চাঁদপুর শুভসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শিপু তালুকদার আর নেই

চাঁদপুর প্রতিনিধি   

১৭ জুলাই, ২০২১ ২১:১০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুর শুভসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শিপু তালুকদার আর নেই

চাঁদপুর শুভসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সংগঠক মাসুদুর রহমান শিপু তালুকদার (৫৮) করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

শনিবার বিকেলে মরহুমের প্রথম শহরের হাসান আলী স্কুল মাঠ এবং সন্ধ্যায় সদর উপজেলার দাসাদী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মাসুদুর রহমান শিপু তালুকদার স্ত্রী এবং দ্ইু ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে শুভসংঘের চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান এবং সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষসহ সংগঠনের সকল সদস্য গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

চাঁদপুর শুভসংঘের সভাপতি পদে প্রায় সাতবছর দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান শিপু তালুকদার। এসময় সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে বেশকিছু সাহসী এবং জনসচেতনামূলক কাজ করে আলোচনায় ফিরেন তিনি। এমন অবদানের জন্য তখন বেশ প্রশংসিত হন মাসুদুর রহমান শিপু তালুকদার। তাছাড়া একজন অমায়িক ও হাসিখুশি মানুষ হিসেবে চাঁদপুর শহরের তার ব্যাপক পরিচিতি ছিল।সাতদিনের সেরা