kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

কেশবপুরে শুভসংঘের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

১০ জুলাই, ২০২১ ১২:১৫ | পড়া যাবে ১ মিনিটেকেশবপুরে শুভসংঘের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

যশোরের কেশবপুরে আজ শনিবার শুভসংঘের উদ্যোগে ভ্যানচালক শ্রমিক সমিতি, রামচন্দ্রপুর খন্দকার রওনাকুজ্জামান হাফিজিয়া মাদরাসা ও মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থায় ৪০০ মাস্ক বিতরণ করা হয়েছে। কেশবপুর পৌরসভার মেয়র ও শুভসংঘের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ওই মাস্ক বিতরণ করেন।

ভ্যানচালক শ্রমিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, রামচন্দ্রপুর খন্দকার রওনাকুজ্জামান হাফিজিয়া মাদরাসার হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান ও মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান রাজুর নিকট ওই মাস্ক হস্তান্তর করা হয়। মাস্ক বিতরণকালে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শুভ সংঘের সভাপতি খন্দকার শফি, উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, অধ্যক্ষ অসীম ঘোষ, ক্রীড়া সমপাদক শওকত হোসেন, নির্বাহী সদস্য ও কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান। সাতদিনের সেরা