kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

সখীপুরে শুভসংঘের নতুন কমিটি গঠন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৪ জুন, ২০২১ ১৬:১২ | পড়া যাবে ২ মিনিটেসখীপুরে শুভসংঘের নতুন কমিটি গঠন

কালের কণ্ঠ শুভসংঘ সখীপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় ধানসিঁড়ি রেস্টুরেন্টে ৫৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এর আগে শুভসংঘের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি সুমন আহমেদ সূর্য্যের সভাপতিত্বে কালের কণ্ঠ’র সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ, ইতালি উত্তর রুম আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক কিবরিয়া সজীব, শুভসংঘের সাধারণ সম্পাদক তারিফ ইহসান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী সিকদার শান্ত, সাংগঠনিক সম্পাদক রেজাউল সিকদার প্রমুখ আলোচনায় অংশ নেন।

বক্তারা নতুন উদ্যমে শুভসংঘকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সুমন আহমেদ সূর্য্যকে সভাপতি এবং রেজভী সিকদার শান্তকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্য একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া কালের কণ্ঠ’র সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ারকে প্রধান উপদেষ্টা, তারেক কিবরিয়া সজীব, আলীম মাহমুদ জুনিয়র, কামরুল হাসান আজাদ, হাবিবুর রহমান ইমন এবং তারিফ ইহসান আকাশকে উপদেষ্টা করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি শীতল আহমেদ রাজীব, সাইফুল ইসলাম শিহাব, ইসতিয়াক আহমেদ সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল সিকদার, মঞ্জুরুল ইসলাম মিলন, শেখ শাহরিয়ার অনিক, সাংগঠনিক সম্পাদক, শাকিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আল-মামুন, সোহাগ আহমেদ, সিকদার সুজন আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান অন্তর, ধর্ম সম্পাদক কামাল সিকদার,অর্থ সম্পাদক সাহেদ আহমেদ অনিক, নারী সম্পাদক নীলিমা নির্ভুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাকিব আল-হাসান, আপ্যায়ন সম্পাদক অনন্য অপরাহ্ণ, পাঠচক্র সম্পাদক তারেক সিদ্দিকী, ক্রীয়া সম্পাদক আকাশ সরকার, কার্যকরী সদস্য মিয়া ফাহাদ,মাহবুব হাসান মেহেদী,বাহারুল ইসলাম পিয়াস, মোক্তাদীর মিলন, সাগর সিকদার, জিহাদ আল রাজী, ইলিয়াস হাসান, ওয়ালী শুভ, ফিদেল সিকদার, মারুফ হাসান, আসিফ আহমেদ, প্রিতম কর্মকার, জয়নুল আবেদীন, হাসান ইবনে মুজিব,খন্দাকর সোহেল, চৈতী, শাম্মী শিলা এবং সম্মানিত সদস্য, মাকসুদা আফরিন মনি, সানজিদা শারমিন, হাসনা হেনা মিতু, সোনিয়া আক্তার মুমু, ফারহানা ঝিনুক রিতু, সালমা আক্তার নূপুর, আফসানা হ্যাপী, খন্দকার শান্তা ও তানভীর শাহরিয়ার।সাতদিনের সেরা