kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

শুভসংঘের উদ্যোগে পাবনা হাসপাতালের সিসিইউতে কার্ডিয়াক বেড হস্তান্তর

পাবনা প্রতিনিধি   

৫ জুন, ২০২১ ১৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেশুভসংঘের উদ্যোগে পাবনা হাসপাতালের সিসিইউতে কার্ডিয়াক বেড হস্তান্তর

শুভসংঘ পাবনা জেলা কমিটি এবং আলী রেজা স্কলারশিপের যৌথ উদ্যোগে পাবনা জেনারেল হাসপাতালের করোনারি কার্ডিয়াক ইউনিট (সিসিইউ)-তে একটি কার্ডিয়াক বেড প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুরে এই বেড হস্তান্তরের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এ সময় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আইয়ুব হোসেন, বিএমএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আকসাদ আল মাসুর আনন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম, আলী রেজা স্কলারশিপের ইব্রাহিমী ইকবাল জুয়েল, শুভসংঘ পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক রাফসান সজীব, সাংগাঠনিক সম্পাদক নাইম খানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স শুভসংঘ ও আলী রেজা স্কলারশিপের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটা একটি মহৎ উদ্যোগ। যার যার অবস্থান থেকে মানুষের জন্য, সমাজের জন্য কাজ করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তালা সম্ভব।সাতদিনের সেরা