kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

শুভসংঘ অনলাইন ট্যালেন্ট- এ অংশ নিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার

অনলাইন ডেস্ক   

১ জুন, ২০২১ ১৫:১২ | পড়া যাবে ৩ মিনিটেশুভসংঘ অনলাইন ট্যালেন্ট- এ অংশ নিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার

করোনা মহামারীর বিরূপ পরিস্থিতিতে ঘরে বসেই সৃজনশীল প্রতিভা বিকাশের কালের কণ্ঠ শুভসংঘ আয়োজন করেছে অনলাইন ভিত্তিক ট্যালেন্ট হান্ট 
'প্রতিভার খোঁজে'। দেশের যে কোন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ছড়িয়ে দিতে পারবেন নিজের সৃজনশীল প্রতিভা। আর বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।  জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার

'প্রতিভার খোঁজে' প্রতিযোগিতায় যেসব সেগমেন্টে অংশ নেওয়া যাবে- ফটোগ্রাফি, চিত্রাঙ্কন, আবৃত্তি, স্বরচিত গল্প ও কবিতা, নৃত্য, গান, চরিত্র উপস্থাপন (ভিডিও)
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী -
১। কালের কণ্ঠ শুভসংঘ'র ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিম্নোক্ত তথ্য দিয়ে নিজের কন্টেন্ট পোস্ট করতে হবে।
নামঃ
সেগমেন্টঃ
শিক্ষা প্রতিষ্ঠান/ কর্তব্যরত প্রতিষ্ঠানঃ
উপজেলা ও জেলাঃ
জন্মতারিখঃ [দিন-মাস-বছর]
ই-মেইল-
২। প্রতিযোগিতার প্রতিটি সেগমেন্টর কন্টেন্ট অবশ্যই বাংলায় হতে হবে।
৩। প্রতিটি সেগমেন্টের জন্য নির্ধারিত হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে। অন্যথায় পোস্ট এপ্রুভ করা হবে না।
৪। একজন প্রতিযোগী সর্বোচ্চ ০৩ টি সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
৬। চিত্রাঙ্কন সেগমেন্টে অংশ নিতে হাতে আঁকা ছবির নিচে ডান পাশে প্রতিযোগির নাম লিখতে হবে।
৮। স্বরচিত গল্প সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে এবং কবিতা সর্বোচ্চ ১২ লাইনের মধ্যে হতে হবে।
৯। আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না। তবে সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে প্রয়োজনে প্রতিযোগি নিজে মিউজিক ইন্সট্রুমেন্ট বাজাতে পারবে।
ক্যাটাগরি-
জুনিয়র- ১৩ বছর পর্যন্ত
সিনিয়র- ১৪ বছর থেকে সবাই
ব্যবহারের জন্য সেগমেন্ট ভিত্তিক হ্যাশ ট্যাগ সমূহ-
ফটোগ্রাফি-
#কালের_কণ্ঠ_শুভসংঘ
#প্রতিভার_খোঁজে_ফটোগ্রাফি
চিত্রাঙ্কন-
#কালের_কণ্ঠ_শুভসংঘ
#প্রতিভার_খোঁজে_চিত্রাঙ্কন
কবিতা আবৃত্তি-
#কালের_কণ্ঠ_শুভসংঘ
#প্রতিভার_খোঁজে_কবিতা_আবৃত্তি
ক্রিয়েটিভ রাইটিং-
#কালের_কণ্ঠ_শুভসংঘ
#প্রতিভার_খোঁজে_ক্রিয়েটিভ_রাইটিং
নৃত্য-
#কালের_কণ্ঠ_শুভসংঘ
#প্রতিভার_খোঁজে_নৃত্য
সঙ্গীত-
#কালের_কণ্ঠ_শুভসংঘ
#প্রতিভার_খোঁজে_গান
চরিত্র উপস্থাপন-
#কালের_কণ্ঠ_শুভসংঘ
#প্রতিভার_খোঁজে_চরিত্র_উপস্থাপন
প্রতিযোগিতার বিচারকার্যঃ
প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে বিচারকের নিকট ৮০% এবং পোস্টের জনপ্রিয়তার (লাইক, কমেন্ট, শেয়ার) ক্ষেত্রে ২০% নম্বর বরাদ্দ থাকবে।
পুরষ্কারঃ প্রতিযোগিতা জুনিয়র ও সিনিয়র এই দুইটি বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য থাকবে আকর্ষনীয় পুরষ্কার।
গ্রুপের লিংকঃ https://www.facebook.com/groups/815186929027876
ফেসবুক পেইজের লিংকঃ https://www.facebook.com/Shuvosangho/
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/2cS2FnyVL
প্রতিযোগিতা চলবে: ১ জুন, ২০২১- ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত।
প্রয়োজনে 'কালের কণ্ঠ শুভসংঘ' কর্তৃপক্ষ এই প্রতিযোগিতায় যেকোন বিষয় সংযোজন, বিয়োজন বা পরিমার্জন করতে পারে। প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনও জিজ্ঞাসায় শুভসংঘের অফিসিয়াল ফেসবুক পেইজে যোগাযোগ করতে হবে।সাতদিনের সেরা