kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন করল বোচাগঞ্জ শুভসংঘ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    

২৫ মে, ২০২১ ১৮:০৬ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন করল বোচাগঞ্জ শুভসংঘ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে কালের কণ্ঠ শুভসংঘ ও সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অলোচনাসভায় কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সন্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান, সেতাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আক্কাস আলী, প্রভাষক আবিদা সুলতানা, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী প্রমুখ।

জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সৌরভের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শুভসংঘ জেলা শাখার সভাপতি ও কালের কণ্ঠ’র বোচাগঞ্জ প্রতিনিধি মো. রাসেল ইসলাম, সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির সভাপতি আজাদ আলী জাপানসহ শুভসংঘের সদস্যরা।সাতদিনের সেরা