kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

গফরগাঁওয়ে শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ মে, ২০২১ ১৬:০৯ | পড়া যাবে ২ মিনিটেগফরগাঁওয়ে শুভসংঘের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও রিকশা, সিএনজি, অটোচালক, যাত্রী, পথচারী, চা দোকানিসহ নানা শ্রেণি-পেশার ২৫০ জন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জামতলা মোড় সোহরাব মার্কেট, হাজী আফতাব টাওয়ার এলাকায় এই কার্যক্রম চলে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, মহিলাবিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর পারভীন আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম, সাহিত্যবিষয়ক সম্পাদক রাকিব হাসান রাকিব, শুভসংঘের বন্ধু শহিদুল ইসলাম উজ্জ্বল, মাসুদ, শিপুল রায়, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী তামান্না তাজিন হিমি প্রমুখ।

উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু বলেন, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী তামান্না তাজিন হিমি ঈদে নতুন জামা না কিনে সেই টাকায় শুভসংঘের মাধ্যমে বিতরণের জন্য ১৭০০ টাকার মাস্ক দিয়েছেন। পূর্বে অর্ধেক বিতরণ হয়েছে। আজ বাকিগুলো বিতরণ হলো।সাতদিনের সেরা