kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

সৈয়দপুরে ৩০ দুস্থ ও প্রতিবন্ধী পেল শুভসংঘের ঈদ উপহার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

১২ মে, ২০২১ ১৯:২৩ | পড়া যাবে ১ মিনিটেসৈয়দপুরে ৩০ দুস্থ ও প্রতিবন্ধী পেল শুভসংঘের ঈদ উপহার

দৈনিক কালের কণ্ঠের শুভসংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে ৩০ জন দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) সকালে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শুভসংঘ সৈয়দপুর শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ’র সভাপতিত্বে ও উপস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দপুর লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও কালের কণ্ঠ সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ।

এ সময় সংগঠনের অর্থ সম্পাদক মো. আব্দুল খালেক, সদস্য মিজবা, তামিম রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে ৩০ জন দুস্থ ও প্রতিবন্ধী মানুষের হাতে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে দুই রকম সেমাই, চিনি, তেল, গুঁড়ো দুধ, সাবান, পোলাউ চাল ও নগদ অর্থ।সাতদিনের সেরা