kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

'বাড়িতে এমন ইফতারি নিয়ে যাওয়ার সাধ্য হয় না'

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি   

১২ মে, ২০২১ ১০:২৪ | পড়া যাবে ১ মিনিটে'বাড়িতে এমন ইফতারি নিয়ে যাওয়ার সাধ্য হয় না'

'অনেকে ইফতার পার্টি করে ঘরের ভেতরে। সেখানে বিলাসী খাবারের শেষ থাকে না। আমাদের মতো মানুষদের কারো সেখানে ঢোকা তো দূরের কথা পাশেই ভিড়ানো যায় না। শুভসংঘ হতে আমাদের ইফতারি দিয়েছে। বাড়িতে এমন ইফতারি নিয়ে যাওয়ার সাধ্য আমাদের হয় না। আমাদের কথা ভাবায় আমরা শুভসংঘের সকলকে ধন্যবাদ জানাই'। 

নীলফামারীর জলঢাকায় শ্রমজীবি ও দিনমজুরদের মাঝে ইফতার প্যাকেট পেয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেন মাইজালি গ্রামের আনোয়ার, খেজুরতলার তবিবর ও দুন্দিবাড়ি গ্রামের জামিয়ার রহমান।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা শুভসংঘের আয়োজনে রাবেয়া চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে ১০০ জন শ্রমজীবি ও দিনমজুরের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোহাম্মদ ইসতিয়াক ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও জলঢাকা প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা শুভসংঘ সভাপতি অধ্যক্ষ আনোয়ার হোসেন, উপজেলা শুভসংঘ সভাপতি অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, সাধারণ সম্পাদক প্রভাষক হাসানুর রহমান, প্রভাষক উত্তম কুমার চক্রবর্তী, প্রভাষক পল্লব হোসেন, নারায়ণ চক্রবর্তী, ভূপাল রায়, সুগ্রীব কুমার রায় প্রমূখ।সাতদিনের সেরা