kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

অসহায় শিশুদের মুখে হাসি ফোটাল তারাকান্দা শুভসংঘ

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ২১:০২ | পড়া যাবে ১ মিনিটেঅসহায় শিশুদের মুখে হাসি ফোটাল তারাকান্দা শুভসংঘ

মানবিকতায় ছড়িয়ে পড়ুক ঈদ আনন্দ, ঈদ হোক সার্বজনীন, ঈদ হোক আনন্দের। কালের কণ্ঠ শুভসংঘ তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার উদ্যোগে গরীব, অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিশুর মাঝে ঈদবস্ত্র, মাস্ক, মেহেদী বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে শুভসংঘের বন্ধুরা তারাকান্দা বাসস্ট্যান্ডে অবস্থান করা আরো ৩০ জন পথ শিশুদেরকে ঈদের জামা বিতরণ করেছে শুভসংঘ। এ সময় শুভসংঘের সদস্যরা মেহেদীর রঙে রাঙিয়ে দেয় কোমলমতি শিশুদের হাত।

তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার অধিকাংশ সদস্য স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের জমানো টাকা দিয়ে অসহায় শিশুদের সাহায্য করতে পেরে সকলেই আনন্দিত।

শুভসংঘের এই কার্যক্রমে সহযোগিতায় করেন তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার উপদেষ্টা শ্রী শাওন কিশোর ধর, শাহরিয়ার হাসান, সভাপতি সায়েম আকন্দ, সদস্য- মুবীন, রাফি,নাদিম, নিলয়, তুষার, মেহেদী, আশিকসহ আরো অনেকে।সাতদিনের সেরা