kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

এতিম শিশুদের পাঞ্জাবি-টুপি উপহার দিল দিনাজপুর শুভসংঘ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

৯ মে, ২০২১ ১৮:২০ | পড়া যাবে ১ মিনিটেএতিম শিশুদের পাঞ্জাবি-টুপি উপহার দিল দিনাজপুর শুভসংঘ

কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও টুপি বিতরণ করা হয়েছে। আজ রবিবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে শিশুদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু ও ব্যাংকার মো. রবিউল ইসলামের সহযোগিতায় এতিম শিশুদেরকে ঈদ উপহার দেওয়া হয়। দুটি মাদরাসার ছয়জন এতিম শিশুকে এই পাঞ্জাবি-টুপি উপহার দেয় দিনাজপুর শুভসংঘ।

এ সময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. রশিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, জেলা শাখার প্রচার সম্পাদক ইয়াছির আরাফাত রাফি ও জেলা আহলে হাদিস এতিম খানা মাদরাসার শিক্ষক কাজী আসাদ প্রমুখ।সাতদিনের সেরা