kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

পাবনায় কর্মহীন শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী দিল শুভসংঘ

পাবনা প্রতিনিধি    

৯ মে, ২০২১ ১৬:০৪ | পড়া যাবে ১ মিনিটেপাবনায় কর্মহীন শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী দিল শুভসংঘ

পাবনায় করোনাকালীন দুর্যোগে কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করছে শুভসংঘ। পাবনা জেলা কমিটির উদ্যোগে আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সেন্ট্রাল গার্লস স্কুলে প্রথম দফায় ৪০ জনের মাঝে এবং পরবর্তীতে আরো ৭০ পরিবারে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দেন।

এদিন সকাল সাড়ে ৯টায় সেন্ট্রাল গার্লস স্কুলে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান। এসময় শুভসংঘ পাবনা জেলা কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক রাফসান সজীব, সাংগাঠনিক সম্পাদক নাইম খানসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। 

ঈদ উপহার হিসাবে প্রত্যেককে চাল, মশুরির ডাল, সওয়াবিন তেল, লবণ, চিনি, সেমাই ও গুঁড়াদুধ বিতরণ করা হয়।সাতদিনের সেরা