kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

শতাধিক অসহায়ের মুখে হাসি ফোটাল শুভসংঘের 'ঈদ উপহার'

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর    

৭ মে, ২০২১ ১৬:০৬ | পড়া যাবে ২ মিনিটেশতাধিক অসহায়ের মুখে হাসি ফোটাল শুভসংঘের 'ঈদ উপহার'

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারের ঝাড়ুদার নূরু (৬০) দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। ঈদের সময় মাথায় তার পরিবারের সদস্যদের দু'মুঠো ভাতের জোগার কীভাবে হব -তা নিয়ে দুশ্চিন্তা। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ভাতের চাল, সঙ্গে চিনিগুঁড়া চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি ও সাবান হাতে তার ঘরে যান শুভসংঘের বন্ধুরা। ঘরে ওইসব খাদ্যসামগ্রী রেখে তাকে শুভসংঘের বন্ধুরা বললেন, ‘চাচা, এটা আপনার ঈদ উপহার’। বিছানা থেকে ওঠার সামর্থ্য নেই তার। কোনরকমে মাথা উঁচিয়ে এসব সামগ্রী দেখে কান্নায় ভেঙে পড়েন নূরু।

শুধু নূরুর ঘরেই নয়, দরিদ্র রোগী, দুস্থ বিধবা, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম শতাধিক জনের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে শুভসংঘের ‘ঈদ উপহার’। আর তা হাতে পেয়ে খুশিতে অনেকেই অশ্রু ফেলেন।

এর আগে সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন শুভসংঘের শ্রীপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাজাহারুল ইসলাম হিরণ। শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনার বাংলা ইন্স্যুরেন্স কম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কালের কণ্ঠের গাজীপুর আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুব হাসান প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক লিয়াকত আলী দুলাল, বরমী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী শাখাওয়াত হোসেন, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সেলিম আহমেদ, সমাজসেবী জাহাঙ্গীর হোসেন মণ্ডল, যুবলীগ নেতা পিন্টু আকন্দ, ছাত্রলীগ নেতা কাইয়ুম শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ শেখ বলেন, কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এর আগেও শ্রীপুরে অনেক মানবিক কাজ দেখেছি। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। আমার নেতা গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ মানবিক আধুনিক উপশহর প্রতিষ্ঠায় নিরলস কাজ করছেন। 

আগামী দিনে শুভসংঘের যেকোনো শুভ উদ্যোগে সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরো বলেন, প্রতিটি শুভ কাজে আমাকে পাবেন। সাধারণ মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আমি।সাতদিনের সেরা