kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

শুভসংঘের দিনাজপুর শাখার ভার্চুয়াল সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

৬ মে, ২০২১ ১৫:৪১ | পড়া যাবে ৩ মিনিটেশুভসংঘের দিনাজপুর শাখার ভার্চুয়াল সভা

কালের কণ্ঠ শুভসংঘের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলার সকল উপজেলা শাখা, বিশ্ববিদ্যালয় শাখা ও কলেজ শাখার সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের নিয়ে জুম অ্যাপের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা মিত্র।

ভার্চুয়াল আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠ’র দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন। কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভায় শুভসংঘ বন্ধুদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনজিল শাহ দিপু, হাবিপ্রবি শাখার সভাপতি হরিদাস রায়, সহ-সভাপতি জুনায়েদ প্রিয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুদ্দাসির সামাস, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি রশিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি সুমন অণিক, জাকিনুর ইসলাম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, সাংগঠনিক সম্পাদক সুনীল শর্মা, দিনাজপুর সরকারি কলেজ শাখার যুগ্ম সম্পাদক সিহাব আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহাদুর দেব শর্মা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক লুৎফন নাহার লুনা, বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সৌরভ, কার্যকরী সদস্য মাহবুব উল মুরশেদ বাঁধন, বিরামপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকি নূর, হাকিমপুর (হিলি) উপজেলা শাখার সভাপতি আশিক বাবু, সাধারণ সম্পাদক নাসিম বাবু, চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, কার্যকরী সদস্য নবিউল ইসলাম, খানসামা উপজেলা শাখার সভাপতি আফ্রিদি হাসান, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপিত আরমান রাজু, সহ-সভাপিত সাব্বির আহমেদ, জুই ইসলাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সম্পাদক তানভির, বির্তক সম্পাদক ফরহাদ হোসেন, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওমর আলী, কার্যকরী সদস্য আল রাফি প্রমুখ। 

শুভসংঘ কেন্দ্রীয় কমিটির নেতৃত্ববৃন্দ দিনাজপুর জেলায় শুভসংঘের কার্যক্রম আরো গতিশীল বৃদ্ধি করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্রত্যক শুভসংঘ বন্ধু নিজেকে ভালো মানুষ হিসেবে সমাজের কাছে পরিচিত হয়ে ওঠবে এই আশা ব্যক্ত করেন। দিনাজপুর শুভসংঘের এই ভার্চুয়াল আলোচনা সভার’ আয়োজনকে ধন্যবাদ জানায়। এছাড়াও করোনাকালীন শুভসংঘের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাতদিনের সেরা