kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

বোচাগঞ্জ শুভসংঘের মাস্ক বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২৭ এপ্রিল, ২০২১ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেবোচাগঞ্জ শুভসংঘের মাস্ক বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত রোধে বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সামাজিক সংগঠন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটি, বায়ান্ন ১৬ অংশগ্রহণের করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করে সংগঠনের সদস্যরা।

এ সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান।

মাস্ক বিতরণ করেন কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, হাবিপ্রবি শাখার সভাপতি হরিদাস রায়, বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুব আলম, যুগ্ম সম্পাদক আজাদ আলী জাপান, সাংগঠনিক সম্পাদক আকিবুল হক, কার্যকরী সদস্য কাশফি, বর্ষা, শিমুল, মাসুম, আরিফুল, পিয়াস, বায়ান্ন ১৬-এর সভাপতি মাহবুব উল মুরশেদ বাধন, সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির দপ্তর সম্পাদক দিহান, সদস্য সাকিব, জিয়া, বাধন প্রমুখ।সাতদিনের সেরা