kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

কালের কণ্ঠ শুভসংঘ রাজশাহী বিভাগের ভার্চুয়াল আলোচনা সভা

অনলাইন ডেস্ক   

২৭ এপ্রিল, ২০২১ ১৭:৫৩ | পড়া যাবে ২ মিনিটেকালের কণ্ঠ শুভসংঘ রাজশাহী বিভাগের ভার্চুয়াল আলোচনা সভা

কালের কণ্ঠ শুভসংঘ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত 'বিভাগীয় ভার্চুয়াল আলোচনা সভা', রাজশাহী বিভাগের সকল জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শাখা কমিটির সদস্যদের নিয়ে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

শুভসংঘের মিরপুর-১৪ শাখার আহ্বায়ক কমিটির সদস্য শায়লা নুসমার সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ বগুড়ার ব্যুরো প্রধান লিমন বাসার, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা মিত্র, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম শুভ, মান্নান মিয়াজী এবং সদস্য রাসেল ইসলাম।

রাজশাহী বিভাগীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলার শিশির মোস্তাফিজ, নন্দীগ্রামের ফিরোজ কামাল ফারুক, আবু তেীহিদ রাজিব  ভাঙ্গুরা উপজেলার মাসুদ রানা, জাহিদ হাসান, নিজাম, রাজশাহী কলেজের খন্দকার আদর আলাইমান, সাব্বির আহমেদ, নাটোর জেলার মোস্তাফিজুর রহমান সৈকত, বর্ষা খাতুন, মো. সাজেদুল ইসলাম,সুষ্ময় দাশ তনয়, বদলগাছীর মো. গোলাম কিবরিয়া, বেলকুচির শাকিল আহমেদ শুভ, ধুনট  উপজেলার রফিকুল আলম, ইমদাদুল হক দুলু শেরপুরের আবদুল কাদের, আবদুল হাই, রাজশাহী জেলার হারুনর রশিদ, জিসান, আদমদিঘী উপজেলার তরিকুল ইসলম জেন্টু, হাসিবুল ইসলাম শাকিল, শাজাহানপুর উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, শাজাহানপুর উপজেলা শাখার খোরশেদ আলম, আতিকুর রহমান আতিক,জয়পুরহাট শাখার মেহেদী হাসান তাসরিফ।

এই ভার্চুয়াল আলোচনা সভার সমন্বয়ক হিসেবে ছিলেন মিরপুর-১৪ শাখার শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব। বক্তারা করোনাকালীন শুভসংঘের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শুভসংঘের এই ধরনের আয়োজনকে স্বাগত জানান।সাতদিনের সেরা