kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

কালের কণ্ঠ শুভসংঘ চট্টগ্রাম বিভাগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   

২৫ এপ্রিল, ২০২১ ১৯:৫১ | পড়া যাবে ২ মিনিটেকালের কণ্ঠ শুভসংঘ চট্টগ্রাম বিভাগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

কালের কণ্ঠ শুভসংঘ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত চট্টগ্রাম ‘বিভাগীয় ভার্চুয়াল আলোচনা সভা’অনুষ্ঠিত হয়েছে। জুম অ্যাপের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের সকল জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শাখা কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুভসংঘের মিরপুর-১৪ শাখার আহ্বায়ক কমিটির সদস্য শায়লা নুসমার সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা মিত্র, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম শুভ, এবং সদস্য রাসেল ইসলাম।

চট্টগ্রাম বিভাগীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন   বৃহত্তর  চট্টগ্রামের এ বি এম ইকবাল হায়দার চেীধুরী, রিয়াজ রহমান চেীধুরী, চকরিয়ার উপজেলার ছোটন কান্তি নাথ, নয়ন চেীধুরী, আবুল মাসরুর আহমেদ, আবিদ আল হাসান, আনিস,  রিমন , বোয়লখালী উপজেলার শাহজাদা মিজান, কর্নফুলী উপজেলার জসিম উদ্দিন, সগীর মাহমুদ,ফারহান,  ব্রাক্ষনবাড়ীয়ার  শারমিন সুলতানা, চাদঁপুরের জেলার  নুরুল কাদের, মাহমুদুল হাসান খান,বিভিয়ান ঘোষ, ফাতেমা খান, রাঙামাটি উপজেলার মং চিও মারমা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার নাসের, কান্তা রায়, আজগর হোসাইন , মহেশখালীর অসীম দাশগুপ্ত, জসীম উদ্দিন, উখিয়ার শিমুল, নোয়াখালীর আনিসুর রসুল,মুজাহিদুল ইসলাম নয়ন , কাউখালীর এম এইচ ইকবাল। এই ভার্চুয়াল আলোচনা সভার সমন্বয়ক হিসেবে ছিলেন মিরপুর-১৪ শাখার শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব

বক্তারা করোনাকালীন শুভসংঘের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শুভসংঘের এই ধরনের আয়োজনকে স্বাগত জানান।সাতদিনের সেরা