kalerkantho

শুক্রবার । ২৪ বৈশাখ ১৪২৮। ৭ মে ২০২১। ২৪ রমজান ১৪৪২

বোয়ালখালীতে দুস্থদের মাঝে শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২২ এপ্রিল, ২০২১ ১৭:০৪ | পড়া যাবে ১ মিনিটেবোয়ালখালীতে দুস্থদের মাঝে শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রামের বোয়ালখালীতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা চত্বরে 'শুভ কাজে সবার পাশে' এ শ্লোগানকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে চলমান মহামারি করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে জীবন জীবিকা নির্বাহ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি এস এম মিজানুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহিনুর কিবরিয়া মাসুদ ও অনুষ্ঠান সমন্বয়কারী কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা।

এ সময় বক্তরা বলেন, এ দুর্যোগে সবাইকে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাই সকল সামর্থবানদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সরকারের পাশাপাশি দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির পাশে সামর্থ অনুযায়ী দাঁড়াতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শুভসংঘের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সাহিত্য সম্পাদক সৈকত দাশ, সহ সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় চৌধুরী, সদস্য মো. রফিক ও সাংবাদিক এম মহিউদ্দিন প্রমুখ।সাতদিনের সেরা