kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

মাস্ক-স্যানিটাইজার-খাবার নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

১৪ এপ্রিল, ২০২১ ১৬:০৩ | পড়া যাবে ১ মিনিটেমাস্ক-স্যানিটাইজার-খাবার নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে শুভসংঘ

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের সচেতন করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে দুপুরের খাদ্য বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ বগুড়া জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের বনানীতে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাকার্যক্রম বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়।

কালের কণ্ঠ শুভসংঘ বগুড়া জেলা শাখার কেন্দীয় কমিটির সহ-সভাপতি লিমন বাসারের উদ্যেগে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও দুপুরের বিশেষ খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- শুভসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ঠাণ্ড আজাদ, শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, আশফাকুর রহমান চন্দন, শিক্ষক রাশেদুল হাসান ও রাসেল প্রমুখ।সাতদিনের সেরা