kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

করোনা সচেতনতায় শুভসংঘ

কালের কণ্ঠ ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ১৭:৩৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনা সচেতনতায় শুভসংঘ

নীলফামারী জেলা
নীলফামারীতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। সম্প্রতি জেলা শহরের বড় মসজিদ সড়কসহ বিভিন্ন স্থানে বাস ও গণপরিবহনের যাত্রী, পথচারী, রিকশাচালক, দোকান কর্মচারীর মাঝে সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়।

টঙ্গিবাড়ী উপজেলা
করোনা মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে টঙ্গিবাড়ী বাজার ও বেতকা বাজারে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ টঙ্গিবাড়ী উপজেলা শাখা। 'বাড়ির বাইরে মাস্ক পরুন, নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন' এ স্লোগানকে সামনে রেখে কার্যক্রম চালান শুভসংঘের বন্ধুরা।

নড়াইল জেলা
নড়াইলে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। গত ৪ এপ্রিল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে কয়েক শ মানুষকে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন শুভসংঘ বন্ধুরা। নিজস্ব কার্যালয়ের সামনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

মধুখালী উপজেলা
করোনার প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পেশার মানুষের মধ্যে মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন কালের কণ্ঠ শুভসংঘ মধুখালী উপজেলা শাখার বন্ধুরা। সম্প্রতি মধুখালী রেলগেট থেকে মধুখালী বাজার পর্যন্ত এই মাস্ক ও লিফলেট বিতরণ করেন তাঁরা।সাতদিনের সেরা