kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

এতিম শিশুর চিকিৎসায় এগিয়ে এলেন শুভসংঘ বন্ধুরা

কামরুজ্জামান রাজু    

১২ এপ্রিল, ২০২১ ১৭:৩০ | পড়া যাবে ১ মিনিটেএতিম শিশুর চিকিৎসায় এগিয়ে এলেন শুভসংঘ বন্ধুরা

যশোরের কেশবপুর উপজেলার ছয় মাস বয়সী এতিম শিশু প্রশান্ত দাস। জন্মগ্রহণের এক মাস পরই তার বাবা শান্ত দাস মারা যান। মা লতা দাস রোগাক্রান্ত হয়ে সন্তানকে শ্বশুর-শাশুড়ির কাছে রেখে বাবার বাড়ি চলে গেছেন। এর মধ্যেই শিশুটির দাদা বাটুল দাস গত ১৮ মার্চ মৃত্যুবরণ করেন। স্বামী-সন্তানকে হারিয়ে শিশুটিকে নিয়ে তার দাদি মমতা দাস পড়েছেন বিপাকে। সংসারের ঘানি টানার পাশাপাশি শিশু প্রশান্তের জন্য দুধ ও খাদ্য সংগ্রহ করতে তার দাদি এখন দিশাহারা। এই অবস্থায় শিশুটির পাশে দাঁড়িয়েছেন উপজেলা শুভসংঘের বন্ধুরা। চিকিৎসার খরচসহ দুধ ও নতুন পোশাক নিয়ে ওই বাড়িতে হাজির হন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের সভাপতি খন্দকার শফি, উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকে আজম, ক্রীড়া সম্পাদক শওকত হোসেন, নির্বাহী সদস্য কালের কণ্ঠর প্রতিনিধি নূরুল ইসলাম খান, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, শিক্ষিকা হাসিনা খাতুন, কামরুজ্জামান রাজু, সোহেল পারভেজ প্রমুখ।সাতদিনের সেরা