kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

পথচারীদের মাঝে ঠাকুরগাঁও শুভসংঘের মাস্ক বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১১ এপ্রিল, ২০২১ ১৮:৪০ | পড়া যাবে ২ মিনিটেপথচারীদের মাঝে ঠাকুরগাঁও শুভসংঘের মাস্ক বিতরণ

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে পথচারী, শিশু ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা করেছে শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখা। আজ রবিবার দুপুরে সদর উপজেলা পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড চারমাথা গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করে শুভসংঘের সদস্যরা।

এ সময় শুভসংঘ জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলাম, সহসভাপতি তাপস দেব নাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মুসা রাখাল, শুভসংঘ ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শুভসংঘ ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মালিহা মনজুর মৌমি, তাম্মী শাহরীন দিশা, জিনিয়া ফাত্তাহ, মীর মো. সাবিত ইশতিয়াক, এস এম ইসফার, ওয়াজিহ তাওসিফ চৌধুরী, কারিজ রহমান, তানভীর আনজুম হিমেল, মো. এনামুল হক চৌধুরী ও কালের কণ্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন।

জেলা শুভসংঘের সহসভাপতি তাপস দেব নাথ জানান, দেশের অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁওয়েও প্রতিনিয়ত করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে। শুভসংঘের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন জানান, করোনা দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা বেড়েই চলেছে। কিন্তু অনেকেই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলছেন না। তাই করোনার ভয়াবহতা সম্পর্কে স্বাস্থ্যবিধি মেনে সচেতনামূলক প্রচারণা চালিয়েছে ঠাকুরগাঁও শুভসংঘ।সাতদিনের সেরা