kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

মানবতার ঘরে প্রয়োজনীয় সামগ্রী দিল মহেশখালী শুভসংঘ

অনলাইন ডেস্ক   

১০ এপ্রিল, ২০২১ ১৯:৫৫ | পড়া যাবে ১ মিনিটেমানবতার ঘরে প্রয়োজনীয় সামগ্রী দিল মহেশখালী শুভসংঘ

'আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান, অপ্রয়োজনীয় জিনিসটি রেখে যান'- এই স্লোগান নিয়ে মহেশখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের উদ্যোগে নির্মাণ করা হয়েছে 'মানবতার ঘর'। আর তাতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে কালের কণ্ঠ শুভসংঘ মহেশখালী শাখার বন্ধুরা।

আজ শনিবার দুপুরে শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অসীম দাশ গুপ্তের উপস্থিতিতে মহেশখালী উপজেলা শাখার বন্ধুরা কাপড়, জুতা, মাস্ক ও ওষুধ সামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক এম বশির উল্লাহ, শুভসংঘ মহেশখালী শাখার সদস্যসচিব জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম ডি শাহ জাহান, শাহরিয়ার কবির, সদস্য ইশরাত মুহাম্মদ শাহ জাহান সহ অন্যান্যরা।

শুভসংঘের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অসীম দাশ গুপ্ত বলেন, 'শুভসংঘ সব সময় শুভ কাজে, সবার পাশে থাকে। আমাদের ইউএনও মহোদয় এখানে একটি মানবতার ঘর করেছেন। শুভ কাজের অংশ হিসেবে আজ আমরা সেখানে কিছু কাপড়, জুতা, মাস্ক এবং স্যালাইন প্রদান করেছি। আশা রাখছি আমাদের দেখে অন্যরাও এগিয়ে আসবে'।সাতদিনের সেরা