kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

দিনাজপুর শুভসংঘের মাস্ক বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

৪ এপ্রিল, ২০২১ ২০:৫৬ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুর শুভসংঘের মাস্ক বিতরণ

করোনাভাইরাস সংক্রমণরোধে দিনাজপুর জেলা প্রশাসনের কর্মসূচিতে যোগ দিয়ে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখা। আজ রবিবার বিকেলে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেওয়া হয়।

দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। এ সময় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে জেলা প্রশাসনের কর্মসূচিতে মাস্ক ও ব্যানার নিয়ে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার বন্ধুরা যোগ দেন।

মাস্ক বিতরণ ও  জনসচেতনতা মূলক প্রচারণা চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, সহকারী কমিশনার এম এ কাদের, অনিন্দিতা রানী ভৌমিক প্রমুখ। 

কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলামের নেতৃত্বে শুভসংঘের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর সরকারী কলেজ শাখার সভাপতি মো. রশিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, জেলা শাখার ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, সহকারী সাংগঠনিক সম্পাদক সওকত আকবর প্রমুখ।সাতদিনের সেরা