নীলফামারীতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় মসজিদ সড়কসহ বিভিন্ন স্থানে এবং পরিবহনে মাস্ক বিতরণ করে শুভসংঘের বন্ধুরা।
মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শুভসংঘের নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, শুভসংঘের সহসভাপতি আসাদুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক সালমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার শিল্পী, সমাজকল্যাণ সম্পাদক দিপু রায়, নির্বাহী সদস্য ওমর ফারুক, কুদ্দুস সরকার, সদস্য বিধান রায়, মনি রায় প্রমুখ।
শুভসংঘের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলায় বাড়ছে সংক্রমনের হার। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সংক্রমণের উচ্চ ঝুঁকির ২৯ জেলার মধ্যে নীলফামারী জেলা রয়েছে। ‘শুভ কাজে সবার পাশে’ শ্লোগানে আমরা মানুষের জন্য কাজ করছি। তাই করোনার ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে সচেতন আমাদের এই মাস্ক বিতরণ কর্মসূচি। সংক্রমণ না কমা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
মন্তব্য