kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

গোলাকান্দাইল শাখার উদ্যোগে

রূপগঞ্জে ভূমি অফিস চত্বরে শুভসংঘের বৃক্ষরোপণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৩০ মার্চ, ২০২১ ১৮:১২ | পড়া যাবে ২ মিনিটেরূপগঞ্জে ভূমি অফিস চত্বরে শুভসংঘের বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব ভূমি অফিস চত্বরে ফলজ বৃক্ষরোপণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ গোলাকান্দাইল শাখা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম।

এ সময় আম, পেয়ারা, লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপণ করা হয়। সোমবার সকালে তারাব ভূমি অফিস চত্বরে এসব ফলজবৃক্ষ বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার সহকারী ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কালের কণ্ঠ রূপগঞ্জ প্রতিনিধি ও শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম শাহাদাত। রূপগঞ্জের শুভসংঘের গোলাকান্দাইল শাখার উপদেষ্টা মো. নাসির মেম্বার ও সভাপতি আবদুল কাদির মোল্লা (সুমন) এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অনেকে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে গাছ লাগানোর জন্য আহ্বান করেছেন। আসুন আমরা সবাই তার ডাকে সারা দিয়ে একটি করে গাছ লাগাই। গাছ লাগানো যেমন দরকার তার পরিচর্যাও তেমনি দরকার। তাহলে এক সময়ে আমাদের দেশ সবুজায়নে ভরে যাবে।

মন্তব্যসাতদিনের সেরা