kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

সাংবাদিক বিষ্ণু প্রসাদের সুস্থতা কামনা করল বাগেরহাট শুভসংঘ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

২৭ মার্চ, ২০২১ ১৯:১৯ | পড়া যাবে ১ মিনিটেসাংবাদিক বিষ্ণু প্রসাদের সুস্থতা কামনা করল বাগেরহাট শুভসংঘ

কালের কণ্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর দ্রুত সুস্থতা কামান করেছে ‘শুভসংঘ’। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাকে দেখতে যান জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম যাদু। শুক্রবার সেখানে গিয়ে তার শারীরিব অবস্থার খোঁজ নেন। একইদিন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীও তাকে দেখতে যান।

এদিকে সাংবাদিক বিষ্ণু প্রসাদের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন শরণখোলা শুভসংঘের নেতৃবৃন্দ। শনিবার এক বিবৃতিতে উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মনোজ কুমার মন্ডল, উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল দাস, শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রিয়াদুল ইসলাম সোহেল, শুভসংঘের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তালুকদার ও কালের কণ্ঠ প্রতিনিধি মহিদুল ইসলাম অসুস্থ এই সাংবাদিকের রোগ মুক্তি কামনা করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা