kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

গোয়ালন্দে শুভসংঘের শুভেচ্ছায় সিক্ত ইমদাদুল হক মিলন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি    

৯ মার্চ, ২০২১ ১৭:০৪ | পড়া যাবে ১ মিনিটেগোয়ালন্দে শুভসংঘের শুভেচ্ছায় সিক্ত ইমদাদুল হক মিলন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শুভসংঘের বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। গত ৬ মার্চ বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকা ফেরার পথে তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছান। সেখানে শুভসংঘ গোয়ালন্দর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে তিনি শুভসংঘের বন্ধুদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। 

এ মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, প্রচার সম্পাদক রানা মিত্র, কালের কণ্ঠ গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি গণেশ পাল, শুভসংঘ গোয়ালন্দ উপজেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, সহসভাপতি সালাউদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক রায়হান হক, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ আয়াশ, অর্থ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ খাঁন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজানূর হক অমি, সদস্য শফিকুল ইসলাম শামীম, রুদ্র পাল প্রমুখ। 

মন্তব্যসাতদিনের সেরা