নীলফামারীর জলঢাকায় শুভসংঘের নব গঠিত কমিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।
রোববার সকাল ৯টায় জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কমিটির সদস্যরা একত্রিত হয়। পরে উপজেলা সভাপতি অধ্যক্ষ বিবেকানন্দ মহন্তের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকল শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় আগত সদস্যদের মাঝে বিবেকানন্দ মহন্ত বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলছি, সেই ভাষা সর্বস্তরে ব্যবহারের নিমিত্তে আমরা অটল থাকব। আমাদের সন্তানদেরকে আমরা শুদ্ধ বাংলায় কথা বলা শেখাব। বিভিন্ন ভাষার সম্মিলনে জগাখিচুরী উচ্চারণের মাধ্যমে ভাষার বিকৃতি ঘটে। এমন বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আগামীতে জলঢাকায় এসব জগাখিচুরী উচ্চারণের মাধ্যমে ভাষার বিকৃতি রোধে শুভসংঘ কাজ করবে। আমাদেরকে মনে রাখতে হবে ‘শুভ কাজে সবার পাশে’ শুভসংঘ। তাই আমাদের সবাইকে যেকোনো শুভ কাজে সর্বদা এগিয়ে আসতেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক হাসানুর রহমান, প্রভাষক পল্লব হোসেন, মেহেদী ইমরান, উত্তম কুমার চক্রবর্তী, শ্যামল কান্তি রায়, রুহুল মর্তুজা, আলীউল ইসলাম, নারায়ন চক্রবর্তী, ভ’পাল চন্দ্র রায়, রতেশ্বর রায়, উদয় শঙ্কর মহন্ত,পতিরাম চন্দ্র রায়, ক্ষিরোদ দেবনাথ, সুগ্রীব কুমার রায়, রতন রায় প্রমূখ।
মন্তব্য