নীলফামারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কালের কণ্ঠের শুভসংঘ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দিবসের প্রথম প্রহর রাত ১২ টা এক মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন শুভসংঘের সদস্যরা।
এর আগে শনিবার রাত ১১টার দিকে শহরের মিডিয়া হাইজে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভসংঘের নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃব্য রাখেন কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, শুভসংঘের সমাজকল্যাণ সম্পাদক দীপু রায়, যুগ্ন সাধারণ সম্পাদক গিরেন্দ্র নাথ রায় প্রমুখ।
আলোচনা শেষে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন কতৃক নির্ধারিত সংখ্যার প্রতিনিধি দল দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
মন্তব্য