kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

বদলগাছীতে শুভসংঘের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি    

২১ ফেব্রুয়ারি, ২০২১ ২০:০২ | পড়া যাবে ১ মিনিটেবদলগাছীতে শুভসংঘের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

নওগাঁর বদলগাছীতে অমর ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কালের কণ্ঠের শুভ সংঘ বদলগাছী শাখার উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

শুভ সংঘের সভাপতি গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কন্ঠের প্রতিনিধি ও প্রধান উপদেষ্টা মোঃ এমদাদুল হক দুলু, সহ সভাপতি শহিদুল ইসলাম মাষ্টার, শুভ সংঘের সাধারণ সম্পাদক আবু মুসা, নারী বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, রজতকান্ত গোস্বামী প্রমূখ।

মন্তব্যসাতদিনের সেরা