মহেশখালীতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শুভসংঘের সদস্যরা। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাই শুভসংঘের সদস্যদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অসীম দাশ গুপ্ত, উপজেলা কমিটির আহ্বায়ক আরিফ বিন ছালেহ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির, সদস্য আবু শাহেদ, মো. শিহাব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
মন্তব্য