kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

কালের কণ্ঠ শুভসংঘ থেকে ওসি সাদেকুর রহমানকে অভিনন্দন

আজিজুর রহমান রনি   

২০ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:১২ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠ শুভসংঘ থেকে ওসি সাদেকুর রহমানকে অভিনন্দন

প্রবাদে আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। লোকমুখে প্রচলন ছিল ঘটনা ঘটার পর পুলিশ আসে। এসব কথার ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান। ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলার চার ডাকাতকে আটক করেছেন তিনি। 

ডাকাতি করার আগে ডাকাত ধরার মতো প্রশংসনীয় কাজ করায় ওসিকে অভিনন্দন জানান কালের কণ্ঠ শুভসংঘ মুরাদনগর উপজেলা শাখার বন্ধুরা। ওসি সাদেকুর রহমান বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘের আকস্মিক এমন ব্যতিক্রম উদ্যোগে আমি আপ্লুত। দুই মাসের কিছু বেশি হলো আমি মুরাদনগর থানায় জয়েন করেছি। শুভসংঘের এই উদ্যোগ আমার কর্মস্পৃহা আরো বাড়িয়ে দিল।’

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আজিজুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান, শামিম আহম্মেদ, জাকির হোসেন, এম কে আই জাবেদ, শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য।

মন্তব্যসাতদিনের সেরা